শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

দ্বিতীয় দিনও জমজমাট আয়োজন

শোবিজ প্রতিবেদক

দ্বিতীয় দিনও জমজমাট আয়োজন

গতকাল থেকে শুরু হলো ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। মেরিল নিবেদিত তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে গান করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও চীনের শিল্পীরা। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। গতকাল সফলভাবে শ্রোতাদের উন্মাদনায় শুরু হয়েছে এ উৎসব। আজ দ্বিতীয় দিন। তাই বলে কোনো অংশেই চমক কমছে না। বেশ জমজমাটই থাকছে আজকের আয়োজনও। আজ মঞ্চে থাকছেন বাউলিয়ানা, বাউল ভজন খ্যাপা, স্বপ্নিল সজীব ও রুবা, নাশিদ কামাল, আজগর আলীম, জহির আলীম, নুরজাহান আলীম, বারী সিদ্দিকী, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, নুরান সিস্টারস, পবন দাস বাউল, মমতাজ, ইউনান আর্ট ট্রুপ।

বারী সিদ্দিকীর বাঁশি আর গান আজকের যেমন অন্যতম আকর্ষণ, তেমনি বিশেষ আকর্ষণ পবন দাস বাউল। পবন দাস বাউল বাংলাদেশে আগে থেকেই জনপ্রিয়। তাই তার গান শোনার জন্য শ্রোতারা আগে থেকেই অপেক্ষায় আছেন। পাশাপাশি মমতাজ তো থাকছেনই। তবে নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য চমক হিসেবে থাকছেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস।

সর্বশেষ খবর