বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিমির ‘বিএফটিএ’

শোবিজ প্রতিবেদক

মিমির ‘বিএফটিএ’

বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি [বিএফটিএ] নামে একটি প্রতিষ্ঠান চালু করছেন অভিনেত্রী আফসানা মিমি। আজ থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হচ্ছে। উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৯৪ নম্বর বাড়িতে চলবে বিএফটিএ-এর কার্যক্রম। আপাতত অভিনয়ে ডিপ্লোমা কোর্স দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে। এরপর পর্যায়ক্রমে ডিরেকশন, ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফিসহ সব বিভাগই চালু করা হবে। আগামী বছর জানুয়ারিতে শুরু হবে এক বছর মেয়াদের এই কোর্স। তিন সেমিস্টারের এই কোর্সে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।’ আজ বিএফটিএ’র কার্যালয়ে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বিএফটিএ’র ওয়েবসাইট উন্মোচন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফটিএ’র অন্যতম উপদেষ্টা অভিনেতা ও নির্দেশক আলী যাকের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর