শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেরে উঠছেন অপু বিশ্বাস

আলাউদ্দীন মাজিদ

সেরে উঠছেন অপু বিশ্বাস

আগের চেয়ে ভালো আছেন শীর্ নায়িকা অপু বিশ্বাস। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। প্রচণ্ড জ্বর আর বাথরুমে পড়ে গিয়ে হাত ও চোখে ব্যথা পেয়েছিলেন এই মিষ্টি মেয়ে। ১৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন তিনি। ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে কাতরাচ্ছিলেন। অপু বলেন, কয়েক দিন আগে থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। ভেবেছিলাম আবহাওয়া পরিবর্তনের কারণে হয়তো এমনটি হচ্ছে। এ অবস্থায় রাজ ভাইয়ের ‘সম্রাট’ ছবির কাজ করছিলাম। কিন্তু ১৪ তারিখ আর মাথা তুলতে পারছিলাম না। জ্বরটা হু হু করে বেড়ে গেল। তার ওপর বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতের কব্জি ও চোখে মারাত্মকভাবে ব্যথা পেলাম। একদিকে প্রচণ্ড জ্বর অন্যদিকে হাত ও চোখের ব্যথা। একেবারে অস্থির করে তুলল আমাকে। টানা এক সপ্তাহ বিছানায় পড়ে রইলাম। শরীরটাও খুব দুর্বল লাগছিল। হাতের এক্সরে করিয়েছি। না, ঈশ্বরের আশীর্বাদে তেমন বড় ধরনের কিছু হয়নি। এখন আমি অনেকটাই ভালো আছি। জ্বর নেই। হাতের ব্যথাটা অনেকটাই কমে এসেছে। কষ্ট লাগছে কারণ আমার অসুস্থতার জন্য অনেকগুলো কাজ আটকে আছে। এগুলোর মধ্যে সম্রাট, ভালোবাসা ২০১৪, রাজা ৪২০-সহ কয়েকটি ছবির শুটিংয়ে এখনো অংশ নিতে পারছি না। আশা করছি ২৬ তারিখ থেকে কাজে ফিরতে পারব। আমার দর্শক ভক্ত আর আপনজনদের কাছে দোয়া চাইছি। যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারি। অপুকে চলচ্চিত্রকাররা ইন্ডাস্ট্রির ক্ষী মেয়ে বলে ডাকেন। কারণ অপু কখনো শিডিউল ফাঁসিয়ে বা দেরিতে শুটিং স্পটে এসে নির্মাতাকে ভোগান্তিতে ফেলেন না। সময়মতো আসা, মন দিয়ে কাজ করা, সুনিপুণভাবে চরিত্রকে নিজের মধ্যে ধারণ করায় ছবিতে তার চরিত্রটি হয়ে উঠে জীবন্ত। এ কারণে তার প্রতি দর্শক ও নির্মাতার রয়েছে আন্তরিক ভালোবাসা। চলচ্চিত্রকাররা বলেন, এমন সিনসিয়ার অভিনেত্রী আর ক্ষী মেয়ে এই শিল্পে খুব কমই আছে। তাই অল্প সময়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন অপু বিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর