বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এস ডি রুবেলের ‘অচেনা শহর’

শোবিজ প্রতিবেদক

এস ডি রুবেলের ‘অচেনা শহর’

এবার শ্রোতাদের সামনে ‘অচেনা শহর’ নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। এটি হবে এই শিল্পীর ৩৭তম একক অ্যালবাম। এতে গান থাকছে ৮টি। এর মধ্যে অবশ্য দুটি ডুয়েট গান। গানের কথা লিখেছেন এস ডি রুবেল, কবির বকুল, মিলন খান, কৃষ দাশ, কাজী বিভাস, নাসির আহমেদ ও রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ডুয়েট গানে এস ডি রুবেলের সঙ্গে কণ্ঠ দেবেন কলকাতার সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী সানন্দা। রুবেল জানান, অ্যালবামে রোমান্টিক, স্যাড, পার্টি সংসহ সব ধরনের গান থাকবে। তিনি বলেন, বহুদিন ধরে শ্রোতারা অ্যালবামের জন্য অনুরোধ করছিলেন। কোয়ালিটিকে প্রাধান্য দিতে গিয়ে কিছুটা দেরি হলো। আশা করি এতে বিভিন্ন স্বাদের গান সব শ্রেণির শ্রোতার মন জয় করবে। আমার আগের প্রায় ১৪০০ গানের মতো এই অ্যালবামের গানগুলোও সাড়া জাগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ফেব্রুয়ারিতে প্রকাশ হবে আমার আরও দুটি অ্যালবাম।

এগুলো নতুন শিল্পীদের নিয়ে একটি এবং আমার আগের সব গান থেকে বাছাই করা ৫টি অ্যালবাম। এস ডি রুবেল ২০১২ সালে অভিনয় করেন ‘এভাবেই ভালোবাসা হয়’ শিরোনামের একটি ছবিতে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। ছবিটি সুপারহিট হয়। বর্তমানে আরও দুটি ছবিতে অভিনয়ের কথা চলছে এস ডি রুবেলের। দেশে-বিদেশে টিভি ও মঞ্চে পারফর্ম নিয়ে এখন ব্যস্ত রয়েছেন এই জনপ্রিয় শিল্পী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর