শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নীপার ‘বিজয় ছন্দগাঁথা’

শোবিজ প্রতিবেদক

নীপার ‘বিজয় ছন্দগাঁথা’

বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শামীম আরা নীপা। ৫০ মিনিটের এই অনুষ্ঠানটির নাম  ‘বিজয় ছন্দগাঁথা’। এর পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনাও দিচ্ছেন নীপা। ৩০ নভেম্বর এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানটি বিটিভির বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এ প্রসঙ্গে শামীম আরা নীপা বলেন, ‘দেশের জাতীয় দিবসগুলোতে নৃত্যানুষ্ঠান করতে আমার অনেক ভালো লাগে। কারণ এর মাধ্যমে দেশের জন্য কিছু একটা করা যায়। তাছাড়া তরুণ প্রজম্মের কাছে দেশপ্রেমের নতুন বার্তা এসব অনুষ্ঠানের ভিতর দিয়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এ কারণেই আমি এসব অনুষ্ঠানে গভীর আগ্রহ সহকারে অংশ নিয়ে থাকি। আশা করছি, এবারের অনুষ্ঠানটিও সব শ্রেণির দর্শকদেরকে মুগ্ধ করবে।’ এদিকে শামীম আরা নীপা সম্প্রতি বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে সাংস্কৃতিক চুক্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রাশিয়া থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ১৫টি নৃত্য পরিবেশন করেছেন বলে জানিয়েছেন। মস্কোর সেন্ট পিটার্সবার্গের একাধিক অনুষ্ঠানেও নৃত্য পরিবেশন করেন। এ সময় নীপার সঙ্গে তার নৃত্যের দল নৃত্যাঞ্চলের ২২ জন নৃত্য শিল্পীও ছিলেন। শামীম আরা নীপা বর্তমানে বিভিন্ন চ্যানেলের নৃত্যানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করছেন। নৃত্য পরিবেশন ছাড়াও তিনি ‘নৃত্যাঞ্চল’ নামে একটি নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর