বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে লোক নাট্যদল

শোবিজ প্রতিবেদক

কলকাতায় অনুষ্ঠিতব্য গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে নাট্য সংগঠন লোক নাট্যদল [বনানী]। উৎসবে দলটি তাদের  আলোচিত প্রযোজনা মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’ মঞ্চায়ন করবে। ৭ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে এটি হবে। উৎসবের আয়োজক পশ্চিমবঙ্গের অন্যতম  নাট্য সংগঠন অনীক। উৎসব চলবে ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে নাট্য সংগঠনটির ৩০ সদস্যের দল ৩ ডিসেম্বর কলকাতায়  যাবে। ‘সোনাই মাধব’ দেশ এবং বিদেশে প্রশংসিত নাটকটির মধ্যে অন্যতম। এ আখ্যানে ‘সোনাই’ ও ‘মাধব’ নামের দুই তরুণ-তরুণীর জীবন, তাদের প্রেম আর বিয়োগান্তক পরিণতির গল্প বলা হয়। নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ। সংগীত পরিকল্পনায় আছেন মোস্তফা আনোয়ার স্বপন। এতে ব্যবহৃত গানগুলোর সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও মোস্তফা আনোয়ার স্বপন।

সর্বশেষ খবর