শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সমালোচনার জবাবে আমির

শোবিজ ডেস্ক

সমালোচনার জবাবে আমির

ভারতে চলমান ‘ধর্মীয় অসহিষ্ণুতা’র বিষয়ে মন্তব্য করে ভারতজুড়ে সমালোচনায় পড়েছেন বলিউড তারকা আমির খান। এমনকি তার নামে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলাও হয়েছে। অন্যদিকে শিবসেনার দল ঘোষণা দিয়েছে, আমিরকে চড় মারলেই রয়েছে আর্থিক পুরস্কার এক লাখ রুপি। সব মিলিয়ে তোপের মুখে আমির। কিন্তু তিনি এসবকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। তিনি বলেন, ‘আমি কিংবা আমার স্ত্রী কিরণের কোনো ইচ্ছা নেই দেশত্যাগের। যারা আমার বক্তব্যের বিরোধিতা করছেন, তারা আমার সাক্ষাৎকার পুরোটা পড়েননি।  ভারত আমার দেশ, এখানে জন্ম নিয়ে আমি ভাগ্যবান এবং আমি এখানেই থাকছি।’ তিনি আরও বলেন, ‘সাক্ষাৎকারে আমি যা বলেছি তাতে অনড় থাকছি। যেসব মানুষ আমাকে দেশবিরোধী বলে ডাকছেন তাদের উদ্দেশে আমি বলতে চাই, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত এবং এটির জন্য আমার কারও অনুমতি কিংবা অনুমোদনের প্রয়োজন নেই। মনের কথা বলায় যারা আমাকে গালমন্দ করছেন, তারাই আমার কথাকে সত্যে পরিণত করছেন।’

আমির শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্বৃতি দিয়ে নিজের মন্তব্য শেষ করেন। কবিতাটি হচ্ছে- ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির...’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর