মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ বছর পর চলচ্চিত্রের গানে

শোবিজ প্রতিবেদক

পাঁচ বছর পর চলচ্চিত্রের গানে

কৃষ্ণকলি

প্রায় পাঁচ বছর পর আবার গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্রে কণ্ঠ দিতে যাচ্ছেন কৃষ্ণকলি। গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে ‘সোনার পালঙ্কের ঘরে’, কিংবা ‘নিধুয়া পাথারে’ গান দুটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এই শিল্পী। গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবির নাম ‘স্বপ্নজাল’। নব্বইয়ের দশকের গল্প কেন্দ্রিক এই ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অর্ণব। ইতিমধ্যে সংগীতের কাজ শুরু হয়েছে। আর তাতেই কণ্ঠ দিচ্ছেন কৃষ্ণকলি। গানটির কথা এবং সুরও করেছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম ছবির ধারাবাহিকতায় এখানে কৃষ্ণকলির কণ্ঠে গান থাকছে। আশা করছি দর্শক শ্রোতাদের মনগলাতে পারব।’ তবে কৃষ্ণকলির গাওয়া গানটির শিরোনাম এখনই জানাতে চান না পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। শুটিং শুরু হলে তবেই সব চমক দেখাতে চান তিনি। এদিকে বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ‘স্বপ্নজাল’ ছবির নায়িকা চূড়ান্ত না হলেও নায়ক হিসেবে থাকছেন নবাগত ইয়াশ রোহান। এ ছাড়াও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মলি­ক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। অন্যদিকে চতুর্থ একক অ্যালবাম নিয়ে শিগগিরই শ্রোতা ভক্তদের সামনে হাজির হতে চলেছেন কৃষ্ণকলি।

সর্বশেষ খবর