বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চড়ের প্রতিবাদে আমির খানের জন্য চুমু!

শোবিজ ডেস্ক

চড়ের প্রতিবাদে আমির খানের জন্য চুমু!

ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় আমির খানকে অপমানিত করতে ‘স্ল্যাপআমির.কম’ নামের একটি ওয়েবসাইট খোলা হয়েছিল। সাইটটি তীব্র সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে এটি পরিণত হলো ‘কিসআমির.কম’-এ!

ওয়েবসাইটটিতে ঢুকে দেখা গেছে, এখানে আমিরকে ভার্চুয়ালি চুমু দিতে পারবে যে কেউ। প্রতিবার মাউস ক্লিকের মাধ্যমে দেওয়া চুম্বনের সঙ্গে বদলে যাবে ৫০ বছর বয়সী এই অভিনেতার ছবি। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ লাখ চুমু পড়েছে আমিরের গালে।

চড় মারার মতো চুম্বনের ওয়েবসাইটিও সাড়া ফেলেছে। উদ্যোক্তারা বলেছেন, ‘এই ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য হলো ভালোবাসা ও মজা করা। এতে সহানুভূতি জানিয়ে ও চুমু দিয়ে আমিরের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া যাবে।’

সর্বশেষ খবর