শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘এইতো বেশ আছি...’

আলাউদ্দীন মাজিদ

‘এইতো বেশ আছি...’

সময় সুযোগ পেলেই উড়াল দেই। কিছুটা সোনালি সময় কাটিয়ে দেশে ফিরি। ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। অস্ট্রেলিয়া থেকে ফিরেই চলে গেলাম নরসিংদী। সেখানে এক বান্ধবী আছে। চুটিয়ে গল্প করা আর ঘোরাফেরা। শীতটা জেঁকে বসলে আবারও যাব। খেজুরের রস খাব। এখন খাই-দাই, ঘুরি-ফিরি, ফোনে কথা বলি আর আইজানকে নিয়ে মজা করে সময় কাটাই। এইতো বেশ আছি...। বলতে বলতে ঠোঁটের বাঁকে তৃপ্তিমাখা হাসির ঢেউ তোলেন স্বপ্নময়ী নায়িকা শাবনূর। শাবনূর নামটা দাদুর দেওয়া। দাদু মানে প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম। দাদু বলেন ‘শাবনূর মানে রাতের আলো’। বড় পর্দা জয় করে নিলে দাদুতো মহাখুশি। চোখে মুখে বিজয়ের রঙ ছড়িয়ে বলেন ‘তুমি শুধু রাত নয়, সারা দিনমানের আলো’। আজ দাদু নেই। আছে তার সৃষ্টি। সহস্র  ব্যস্ততার মাঝেও উত্তরায় দাদুর বাসায় গিয়ে স্মৃতির পাতায় তার ছবি দেখি। উদাস হন স্বপ্নের নায়িকা। অন্য প্রসঙ্গের সুতো টেনে ধরেন। নির্মাতারা চাইলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াব। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ‘পাগল মানুষ’ ছবির বাকি কিছু কাজ করেছিলাম। আরও কিছু রয়ে গেছে। শুনেছি জিরো ফিগার হয়ে ফিরছেন? আরে না, আমার পক্ষে ওসব সম্ভব নয়। কারণ আমি খেতে খুব ভালোবাসি। আমার খাবারের তালিকা আমারই মতো। সীমানা মানে না। দেশি খাবার তো আছেই। বিদেশি খাবারের তালিকাটাও দীর্ঘ। চাইনিজ, থাই, ভিয়েতনাম, জাপানিজ, তার্কিসহ আরও অনেক দেশের মুখরোচক খাবার। চাইনিজের সিজুয়ান ফুড আমার খুব পছন্দ। আর দেশের খাবারের তালিকায় পছন্দের শীর্ষে রয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না আর ভুনা খিচুড়ি। ওহ, বলতে বলতে জিভে পানি এসে গেল। আজ আর কোনো কথা নয়। খিচুড়ি পাকানোর আয়োজনটা এখনই শুরু করতে হবে। আইজান ঘুমোচ্ছে। ও জেগে গেলে রান্নার কাজটা আর এগোবে না, হা...হা...হা... খেয়ে যাবেন কিন্তু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর