বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চলচ্চিত্র ‘৫২ থেকে ৭১’

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র ‘৫২ থেকে ৭১’

বায়ান্নর ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে সব চলচ্চিত্রই নির্দিষ্ট প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে। এবার একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কার গল্প নিয়ে নির্মাণ করছেন নতুন একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটির শিরোনামও থাকছে- ‘৫২ থেকে ৭১’। নির্মাতা জানিয়েছেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বিভিন্ন সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরবেন তিনি এতে।

চলচ্চিত্র নির্মিত হবে বেশ বড় ক্যানভাসে। তাই এর আয়োজনটাও বড়। নির্মাতা বর্তমানে সেই আয়োজনেই ব্যস্ত। এরই মাঝে ‘৫২ থেকে ৭১’ চলচ্চিত্রের প্রধান অভিনয় শিল্পীও নির্বাচন করেছেন। এতে অভিনয় করবেন ফেরদৌস ও নিপুণ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান।

ঝন্টু বলেন, ‘একজন ভাষা সৈনিকের দুই ছেলেকে নিয়ে গল্প। তাদের একজন স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা, আরেকজন রাজাকার হয়ে যায়।’

এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছসিত নিপুণ। তিনি বলেন, ‘আমি ২০ ডিসেম্বর লন্ডন যাচ্ছি। ফিরেই নতুন এ ছবিটির কাজ শুরু করব। আর যেহেতেু ঝন্টু ভাইয়ের নির্মাণ, তাই চলচ্চিত্রটিতে বেশ ভালোমানের কাজ হবে, এটা বোঝা যায়। আমি উচ্ছসিত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর