বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

আজ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

তারেক মাসুদের ‘মাটির ময়না’ চলচ্চিত্র দিয়ে শুরু হচ্ছে উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশের ৬৪ জেলায় সম্মিলিতভাবে চলবে এ উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ উৎসব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের স্লোগান নির্বাচিত হয়েছে- ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্পসংস্কৃতি’। আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৫ দিনের এ আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী হবে।

উৎসব শুরু হচ্ছে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ দিয়ে। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। ১১ ডিসেম্বর প্রদর্শিত হবে ‘বৈষম্য’ [সকাল ১০টা], ‘সীমানা পেরিয়ে’ [বিকাল ৪টা] এবং ‘কাচের দেয়াল’ [সন্ধ্যা ৬টা]। ১২ ডিসেম্বর প্রদর্শিত হবে ‘সূর্যদীঘল বাড়ি’ [বিকাল ৪টা], ‘সুতপার ঠিকানা’ [সন্ধ্যা ৬টা]। ১৪ ডিসেম্বর রয়েছে ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ [সন্ধ্যা ৬টা]। ১৫ ডিসেম্বর ‘মেঘের অনেক রং’ [সন্ধ্যা ৬টা]। ১৬ ডিসেম্বর রয়েছে ‘আমার বন্ধু রাশেদ’ [বিকাল ৪টা] এবং ‘গেরিলা’ [সন্ধ্যা ৬টা]। ১৭ ডিসেম্বর ‘সুতরাং’ [সন্ধ্যা ৬টা]। ১৮ ডিসেম্বর ‘কমন জেন্ডার’ [সকাল ১০টা], ‘রানওয়ে’ [বিকাল ৪টা], ‘বৃহন্নলা’ [সন্ধ্যা ৬টা]। ১৯ ডিসেম্বর ‘কিত্তনখোলা’ [বিকাল ৪টা], ‘ঘাসফুল’ [সন্ধ্যা ৬টা]। ২০ ডিসেম্বর ‘আধিয়ার’ [সন্ধ্যা ৬টা], ২১ ডিসেম্বর ‘লালন’ [সন্ধ্যা ৬টা], ২২ ডিসেম্বর ‘ঘুড্ডি’ [সন্ধ্যা ৬টা]। ২৩ ডিসেম্বর ‘সারেং বৌ’ [সন্ধ্যা ৬টা] ও ২৪ ডিসেম্বর ‘মৃত্তিকা মায়া’ [সন্ধ্যা ৬টা]। 

সর্বশেষ খবর