শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব

১৩ ডিসেম্বর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৫’। এ উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ১৭টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুনসহ মোট ১০০টি অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে। চিলড্রেন কমিউনিকেশন্স বাংলাদেশের আয়োজনে ১৫ ডিসেম্বর শেষ হবে এই উৎসব।

 

উদীচীর সাংস্কৃতিক সম্মেলন

‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’- স্লোগান নিয়ে ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন।  সম্মেলন উদ্বোধন করবেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর সন্ধ্যায় শুরু হবে উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। নানা আয়োজনের মধ্য দিয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন।

 

পালাগানের রূপ ও বৈশিষ্ট্য

সুফি সাধক সাইদুর রহমান বয়াতির কথা ও গান নিয়ে ‘পালাগানের রূপ ও বৈশিষ্ট্য’ শীর্ষক আলোচনা ও কবিগানের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ অনুষ্ঠিত হবে এই আয়োজন।

 

কাল ‘শিখণ্ডী কথা’র ১৫৮তম প্রদর্শনী

আগামীকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘শিখণ্ডী কথা’ নাটকটি মঞ্চায়ন করবে মহাকাল নাট্য সম্প্রদায়। এটি নাটকের ১৫৮তম মঞ্চায়ন। আনন জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর