রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইন্টারভিউ :ফারুক

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কেউ বলে না

আলাউদ্দীন মাজিদ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কেউ বলে না

ফারুক একজন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার। মাতৃভ‚মিকে স্বাধীন করতে জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সমৃদ্ধ দেশ দেখার প্রত্যাশা পূরণ হয়নি। এ বিষয়ে আজ তার ইন্টারভিউ-

  বিজয়ের ৪৪ বছরে দেশকে কেমন দেখছেন?

৩০ লাখ বাঙালির রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র, পতাকা আর একজন রাষ্ট্রনায়ক পেয়েছিলাম। সেই রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ প্রতি পদে বাধাগ্রস্ত হয়েছে। মুক্তিযোদ্ধারা এখন ভিক্ষা করেন ও রিকশা চালান। যেসব মুক্তিযোদ্ধা কারও কাছে হাত পাততে পারেন না তাদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করা উচিত ছিল। মুক্তিযোদ্ধারা এখনো সর্বক্ষেত্রে অবহেলিত। স্বাধীনতার মূলমন্ত্র ছিল ‘সন্ত্রাসমুক্ত দেশ’ প্রতিষ্ঠা করা, অশিক্ষিতের হার কমানো, দারিদ্র্য দূরীকরণ, মোটা কাপড়ের ব্যবস্থা করা, স্বাধীনভাবে ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার পাওয়া। সব মিলিয়ে গণতন্ত্রকে হৃদয়ের কাছে পাওয়া। এসবের জন্য এখনো প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ ও মুক্তিযোদ্ধাদের কখনোই এ দুরবস্থায় পড়তে হতো না।

 

বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়, এতে আশার আলো নিশ্চয়ই দেখা যাচ্ছে?

বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে এবং স্বাধীনতার স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি বলব, দেশের উন্নয়ন ও কল্যাণে এ সরকারের জবাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সমৃদ্ধি নিয়ে এতটাই চিন্তিত যে কখনো সকালে নাস্তা করলেও লাঞ্চ করার সময় পর্যন্ত পান না। তাই সবাইকে বারবার অনুরোধ করছি- ‘আসুন সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। দেশকে স্বয়ংসম্পূর্ণ রূপে গড়ে তুলি।’

 

যুদ্ধকালীন ভয়াবহতার কথা মনে পড়ে?

সেই সময়ের কথা মনে পড়লে এখনো শিউরে উঠি। দুঃখজনক হলেও সত্যি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কেউ বলে না। ২৫ মার্চ না এলে কখনো স্বাধীনতা সংগ্রাম শুরু হতো না। সাধারণ সংগ্রামেই সীমাবদ্ধ থাকত আন্দোলন। ১৬ ডিসেম্বরের হত্যাযজ্ঞের কথাও কেউ কখনো বলে না। সারেন্ডার করাটা মেনে নিতে না পেরে পাক সেনারা ওই দিন দেদার বাঙালি মেরেছে।  যারা এত জ্বালা-যন্ত্রণা সহ্য করেছেন, যেসব মা-বোন অত্যাচারের শিকার হয়েছেন তারা স্বাধীন দেশে কতটা মূল্যায়ন পেয়েছেন? তা এখনো প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে।

সর্বশেষ খবর