শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দূরবীন ব্যান্ডের এক যুগ

শোবিজ প্রতিবেদক

দূরবীন ব্যান্ডের এক যুগ

এক যুগ পার করল দূরবীন ব্যান্ড। চট্টগ্রামের কয়েকজন বন্ধু মিলে গড়েছিলেন সংগঠন লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী। মঞ্চনাটক আর গান— এই দুই ছিল সংগঠনটির কাজ। এক সময় বন্ধুদের অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। কেউ চলে যান দেশের বাইরে। একা হয়ে যান সৈয়দ শহীদুল ইসলাম। নিজেও চলে আসেন ঢাকায়। ২০০৩ সালে গড়লেন দূরবীন গানের দল। শহীদের ভাষায়, ‘লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর নাম পরিবর্তন করে ঢাকায় আমরা গড়েছি দূরবীন গানের দল।’ সাফল্যের ধারাবাহিকতায় আজ বিকাল ৩টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ১২ বছর পূর্তি করতে যাচ্ছে ব্যান্ডটি। আর তাদের কণ্ঠে কণ্ঠ মেলাবে শিরোনামহীন, ফ্রেড, কন্সট্যান্ট। এই প্রসঙ্গে ব্যান্ড প্রধান শহীদ বলেন, ‘শ্রোতাদের ভালোবাসার কারণে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আরও অনেক দূর যেতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর