শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

মুক্তিযুদ্ধের কবি ও কবিতা

ঘাসফুল-এর আয়োজনে আজ পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘মুক্তিযুদ্ধের কবি ও কবিতা : কবি মাশুক চৌধুরী’ শীর্ষক আলোচনা সভা। এতে কবির মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা নিয়ে আলোচনা করবেন গুণী লেখক ও সমালোচকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে কবির কবিতা নিয়ে আলোচনা করবেন কবি মুহম্মদ নুরুল হুদা ও হাবীবুল্লাহ সিরাজীসহ দেশবরেণ্য সাহিত্যিকরা। আলোচনার পর অনুষ্ঠিত হবে কবিতাপাঠের আসর। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করবেন হাসান মাহমুদ।

 

‘দুরন্ত’র অনুষ্ঠান

স্বেচ্ছাসেবী শিশুতোষ সংগঠন দুরন্ত-এর আয়োজনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মযজ্ঞ। দুরন্ত পত্রিকার মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজন থাকবে তিন পর্বে বিভক্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে।

সকালে প্রথম অধিবেশনের উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। এ সময় আলোচক থাকবেন চিত্রশিল্পী মনিরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

বিকালে দ্বিতীয় পর্বের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

শুদ্ধ সংগীতের সমাপনী

ছায়ানটে আজ শেষ হচ্ছে শুদ্ধ সংগীত উৎসব। সকাল ৯টায় শুরু হয়ে উৎসব চলবে রাতব্যাপী। সকালের অধিবেশনে দলীয় সংগীত পরিবেশনের পাশাপাশি এতে একক সংগীত পরিবেশন করবেন রাজশাহীর আলমগীর পারভেজ সুমন, ঢাকার শ্রাবন্তী ধর, সতীন্দ্রনাথ হালদার। এতে বেহালা বাজাবেন ঢাকার শিউলী ভট্টাচার্য।

বিকালের অধিবেশনে ছায়ানটের শিল্পীদের দলীয় তবলাবাদনের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন ঢাকার লতিফুন জুলিও, সুপ্রিয়া দাশ, সুস্মিতা দেবনাথ শুচি, খায়রুল আনাম শাকিল প্রমুখ।

 

মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যা

স্বরচিত্র-এর আয়োজনে আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে মাহিদুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, সৃজন সেন, আসাদ চৌধুরী প্রমুখ কবিদের কবিতা আবৃত্তি হবে।

 

চলছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ১০ ডিসেম্বর শুরু হয়েছে এ উৎসব। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ১৫ দিনের এই আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এবং সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। উৎসব নিয়ে দর্শকের মধ্যেও ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর