মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কলকাতায় ‘ছুঁয়ে দিলে মন’ ঢাকায় ‘বেলাশেষে’

শোবিজ প্রতিবেদক

কলকাতায় ‘ছুঁয়ে দিলে মন’ ঢাকায় ‘বেলাশেষে’

শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি দেশে সাড়া জাগানোর পর ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে কলকাতায়। আর এ ছবির বিপরীতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের হীরক জয়ন্তী পালন করা জনপ্রিয় ছবি ‘বেলাশেষে’। নির্মাতা জানান, ছবি দুটি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র বিনিময় চুক্তির আওতায় আদান-প্রদান করা হয়েছে। ‘ছুয়ে দিলে মন’ ছবির অন্যতম প্রযোজনা সংস্থা জিরোনা এন্টারটেইনমেন্ট ও কলকাতার পিয়ালি ফিল্মসের মধ্যে এই বিনিময় সম্পাদন হয়। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি এখানে মুক্তির পর দর্শক,বিশেষ করে নতুন প্রজন্ম আগ্রহ নিয়ে ছবিটি দেখে এবং সফল হয়। রোমান্টিক গল্পে নির্মিত এই ছবির প্রধান দুই অভিনয় শিল্পী হলেন আরিফিন শুভ এবং জাকিয়া বারী মম। এর পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা শাহীন। ছবির গানগুলোও বেশ জনপ্রিয় হয়েছে। ফেব্রুয়ারিতে ছবিটি কলকাতা ও এর আশে পাশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে। নির্মাতা জানান ইতোমধ্যে কলকাতা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়ে গেছে ‘ছুঁয়ে দিলে মন’। অন্যদিকে কলকাতায় নির্মিত শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’ ছবিটি ভারতে মুক্তি পায় গত পহেলা মে। এক প্রৌঢ় দম্পতির সম্পর্কের টানা পোড়েনকে ঘিরে নির্মিত এই ছবিটি শুধু কলকাতা নয়, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরসহ পুরো ভারতের দর্শকদের মুগ্ধ করে। ব্যাপক জনপ্রিয়তার কারণে এখনো ছবিটি সেখানে চলছে। ইতিমধ্যে ছবিটি দুশো সপ্তাহ পার করেছে এবং হীরক জয়ন্তী পালন করে।

ছবির মুখ্য দুই চরিত্রে প্রায় ত্রিশ বছর পর জুটি বেধে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। ১৯৮৪ সালে তারা অভিনয় করেছিলেন সত্যজিত্ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে। ‘বেলাশেষে’ ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন- ইন্দ্রানী দত্ত, ঋতু পর্ণা সেন গুপ্ত, শংকর চক্রবর্তী, খারাজ মুখার্জি, অপরাজিতা প্রমুখ।

সর্বশেষ খবর