বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গঙ্গা যমুনা নাট্যোৎসব

শোবিজ প্রতিবেদক

গঙ্গা যমুনা নাট্যোৎসব

আজ থেকে শুরু হচ্ছে গঙ্গা যমুনা নাট্যোৎসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিক আয়োজিত এই নাট্যোৎসবে কলকাতা লোকনাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘লীলাবতী আখ্যান’-এর দুটি প্রদর্শনী এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’-এর ১টি প্রদর্শনী থাকছে।

এ জন্য ৫০ সদস্যের নাট্যদল গতকাল কলকাতা  গেছে।

কলকাতার নজরুল শতবার্ষিকী সদনমঞ্চ, মধ্যম গ্রামে আজ সন্ধ্যা ৬টায় গঙ্গা যমুনা নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং উদ্বোধন করবেন লোক নাট্যদলের অধিকর্তা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট নাট্য নির্দেশক বিভাস চক্রবর্তী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর