বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হারিয়ে যাওয়া মুখ

হারিয়ে যাওয়া মুখ

চাষী নজরুল ইসলাম

চাষী নজরুল ইসলাম

প্রখ্যাত নির্মাতা, একুশে পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম ১১ জানুয়ারি মারা যান।

 

গোবিন্দ হালদার

গোবিন্দ হালদার

১৭ই জানুয়ারি চিকিৎসারত অবস্থায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ অনেক কালজয়ী গানের গীতিকবি গোবিন্দ হালদার।

 

মিঠুন

অভিনেতা মিঠুন ২৪ মে মারা যান। তিনি আশির দশকে চলচ্চিত্রে আসেন।

 

ইসমত আরা

সংগীত শিক্ষক ও নজরুল সংগীতশিল্পী ইসমত আরা না ফেরার দেশে চলে গেছেন চলতি বছরের ৩রা জুন।

 

নঈম গহর

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার নঈম গহর না ফেরার দেশে চলে যান ৬ অক্টোবর। তিনি ‘নোঙ্গর তোল তোল’ গানের জন্য শ্রোতাদের হৃদয়ে আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর