সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শুটিং আর নির্বাচনে জমজমাট এফডিসি

আলাউদ্দীন মাজিদ

শুটিং আর নির্বাচনে জমজমাট এফডিসি

বেশ কবছরের তুলনায় গতকাল এফডিসির চত্বর ছিল বেশ জমজমাট। প্রতিটি ফ্লোর আর চত্বরে ছিল শুটিং। পাশাপাশি চলছে নির্বাচনী প্রচারণা। যদিও চলচ্চিত্রের চেয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপনচিত্রের কাজ ছিল বেশি। তারপরও চলচ্চিত্রকাররা বলছেন অনেক দিন পর কোলাহলপূর্ণ হলো এফডিসির আঙিনা। তাদের কথায় ২০০০ সালের প্রথম পর্যন্ত জমকালো এফডিসি দেখে সবাই মুগ্ধ হতো। খুশিতে চলচ্চিত্রের মানুষের মন ভরে যেত। ২০০৮ সালের পর থেকে এই চিত্র পাল্টাতে থাকে। জনমানবশূন্য হয়ে পড়ে এফডিসি। প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা আক্ষেপ করে বলেন, নব্বই দশক পর্যন্ত শুটিংয়ের জন্য এফডিসির আঙিনায় দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। আর এখন সেখানে কাকপক্ষী বিচরণ করে।

গতকাল দেখা গেল দুই নাম্বার ফ্লোরে চলছে ইমপ্রেস টেলিফিল্মের আড়ং ইভেন্ট, তিন নাম্বারে কালাম কায়সারের ‘মা’ ছবির সেট নির্মাণ, পার নাম্বারে এনটিভির বিজ্ঞাপনচিত্র, আট নাম্বারে এটিএন বাংলা টিভির একটি অনুষ্ঠান, নয় নাম্বারে এশিয়ান টিভির অনুষ্ঠান, কড়ইতলায় ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবির শুটিং, পরিচালক সমিতির বাগানে গাজী মান্নানের ‘মায়াবিনী’ ছবির শুটিং, ঝরনাস্পটে ‘আলোমহল’ বিজ্ঞাপনের শুটিং এবং ক্যান্টিনের সামনে ভাওয়াল পিকচার্সের ‘মায়াবিনী’ ছবির শুটিং চলছে। জমজমাট কাজের কারণে পদচারণা মুখরিত এফডিসির ক্যান্টিনও অনেকদিন পর প্রাণ ফিরে পেল। শুটিং হয় না বলে লোকসান গুনে আসছে এফডিসির ক্যান্টিনটি। পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী বলেন এফডিসির আজকের চেহারা দেখে আবার মনে আশা জাগছে। শিগগিরই নতুন ছবির কাজ শুরু করব। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, আজ এফডিসিকে অন্যরকম লাগছে। এমন চিত্র অনেকদিন দেখি না। আসলে সবই বর্তমান প্রশাসনের কৃতিত্ব। অতিরিক্ত পরিচালক বিক্রয় কর্মকর্তা শেখ মহিউদ্দীন নির্মাতাদের এফডিসিতে কাজ করতে নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। প্রশাসনও শুটিংয়ের আধুনিক যন্ত্রপাতি, ফ্লোর এবং স্পট ভাড়া কমিয়েছে। সব মিলিয়ে এফডিসি আবার জমে উঠছে। এদিকে শুক্রবার অনুষ্ঠিতব্য ফিল্ম প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরেও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে এফডিসিতে। ১৫টি কার্যনির্বাহী পদের জন্য লড়ছেন দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী। একটি হলো আবদুর রউফ ও রতন খতিব প্যানেল। অন্যটি শাহজাহান ও মিজান প্যানেল। এফডিসিতে এত আনন্দের মাঝেও চলচ্চিত্রকারদের একটি শোকের খবর বিষণ্নতা এনে দেয় কাল। প্রখ্যাত চলচ্চিত্রকার কে আর মঞ্জুর শনিবার রাতে মারা গেছেন। মঙ্গলবার বাদ আসর এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর