সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

না ফেরার দেশে কে আর মঞ্জুর

শোবিজ প্রতিবেদক

না ফেরার দেশে কে আর মঞ্জুর

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্রকার কে আর মঞ্জুর [৬০]। শনিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মঙ্গলবার বাদ আসর এফডিসিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ডেমরার আমলিয়া খান বাড়িতে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তিনি ৪০টি ছবি প্রযোজনা করেন। চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতিও ছিলেন তিনি। এ ছাড়া উত্তরা ক্লাবের সাবেক সভাপতি, হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং বর্তমানে ক্যাপিটাল রিক্রেশন ক্লাবের সভাপতি ছিলেন কে আর মঞ্জুর। অভিসার ও নেপচুন প্রেক্ষাগৃহের কর্ণধারও তিনি। ফুসফুসের প্রদাহ ও ডায়াবেটিসজনিত কারণে কিছুদিন অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর গত সপ্তাহে সুস্থ হয়ে উত্তরায় তার ৭ নম্বর সেক্টরের বাসায় ফেরেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয় শনিবার রাত পৌনে ৩টার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে অস্ট্রেলিয়া এবং অন্য এক ছেলে ও এক মেয়ে মালয়েশিয়ায় রয়েছেন। তারা দেশে ফিরলে মঙ্গলবার প্রথমে উত্তরা ৭ নম্বর সেক্টরের মসজিদ, বাদ আসর এফডিসি ও পরে ডেমরায় জানাজার পরে দাফন করা হবে তাকে। ১৯৫৬ সালের ৩০ মে ডেমরায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্রকার কে আর মঞ্জুর। তার মৃত্যুতে চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতিসহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর