শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জহির রায়হানের অন্তর্ধান দিবস

শোবিজ প্রতিবেদক

জহির রায়হানের অন্তর্ধান দিবস

জহির রায়হান এক বহুমুখী প্রতিভার নাম। একাধারে তিনি ছিলেন একজন সফল সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। ১৯৭২ সালের আজকের এইদিনে তিনি তার অগ্রজ শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে মিরপুরে গেলে নিজেও নিখোঁজ হন। আজ তার অন্তর্ধান দিবস।

মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন বলে পরে জানা যায়। তার মৃতদেহটিও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। ‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। আজ বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে জহির রায়হানকে স্মরণ করবে।

সর্বশেষ খবর