রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধশিশুদের নিয়ে চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

মুক্তিযুদ্ধের পরপরই যুদ্ধশিশুদের নিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশ। সে সময় অনেক শিশুকেই দত্তক নিতে আগ্রহী হয়ে উঠেছিলেন উন্নত রাষ্ট্রগুলো ও তাদের নাগরিকরা। কিন্তু তাদের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, ‘বলে দাও ওদের পিতার নাম শেখ মুজিবুর রহমান এবং বাড়ির ঠিকানা ধানমন্ডি ৩২’। যুদ্ধশিশুদের প্রতি তার এমন সহানুভূতিশীলতা আর বীরাঙ্গনাদের বেদনার গল্প নিয়ে খালিদ মাহবুব তূর্য নির্মাণ করছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘চল যাই’।

গেল বছরের নভেম্বরে অনেকটা চুপিসারেই শুরু হয় ‘চল যাই’ চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ।

অভিনয় করছেন রোকেয়া প্রাচী, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, জান্নাতুল পিয়া, সাব্বির হাসান, সায়রা জাহান প্রমুখ।

সর্বশেষ খবর