শিরোনাম
বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কাজী হায়াৎ-এর ছিন্নমূল

শোবিজ প্রতিবেদক

কাজী হায়াৎ-এর ছিন্নমূল

ছিন্নমূল ছবিতে কাজী মারুফ-অরিন

প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ এর ৫০তম ছবি ‘ছিন্নমূল’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ ও অরিন। এ ছাড়া কাজী হায়াৎও ছবিটিতে অভিনয় করেন। নির্মাতা বলেন, ছিন্নমূলদের সামাজিক বা রাষ্ট্রীয় কোনো দায়বোধ নেই। তাই তারা সহজেই অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। এদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা গেলে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে। মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মাণ করা হয়েছে ‘ছিন্নমূল’। ছবিটির মুক্তির প্রাক্কালে মঙ্গলবার এফডিসিতে এর উদ্বোধনী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নুরজাহান বেগম মুক্তা এমপি, কামরুল লায়লা জলি এমপি, হোসনে আরা লুত্ফা ডালিয়া এমপি, হারুনুর রশিদ সিআইপি, খসরু, গুলজার, সোহানুর রহমান সোহান প্রমুখ। ছবির অন্যতম প্রযোজক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজী হায়াৎ একটি ব্র্যান্ডের নাম। তার নামেই ছবি চলে। আরেকটি অসাধারণ ছবি নির্মাণ করেছেন তিনি। যার নাম ‘ছিন্নমূল’। তিনি আরও বলেন, গত বছর ছবি প্রযোজনা করে ৩ কোটি টাকা লোকসান দিয়েছি। তারপরেও আমি ছবি প্রযোজনা করে যাব। দর্শক কেন সিনেমা হলে যায় না এ প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত আমার ছবি প্রযোজনা অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর