শিরোনাম
বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গান চলে গেল অনলাইনে

শোবিজ প্রতিবেদক

গান চলে গেল অনলাইনে

অনলাইনে গান প্রকাশে অগ্রণী চার শিল্পী : আইয়ুব বাচ্চু, মাকসুদ, হাবিব ও মিলা

দেশি সংগীতের ইতিহাসে অ্যালবাম প্রকাশনার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল ক্যাসেট, আর সময়টা ছিল আশি-নব্বই দশকের দিকে। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এরপরই আসে সিডি। কিন্তু পাইরেসির দাপটে এ মাধ্যমটিও দীর্ঘস্থায়ী হয়নি। অডিও বাজারে যখন মন্দা তখনই অ্যালবাম প্রকাশনার নতুন দ্বার উন্মোচিত হলো। শুরু হয়েছে অনলাইনে গান প্রকাশ। এর ফলে অনেকটা স্বস্তি আসে সংগীতাঙ্গনে। এ দেশের শিল্পীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ‘আইটিউন’স, ‘আমাজন’, ‘ব্যান্ড ক্যাম্প’, ‘গুগল মিউজিক’, ‘এমই লেভেল’, ‘কাইনেটিক মিউজিক’-এর মতো একাধিক অনলাইন মিউজিক পোর্টাল।

২০১৫ সালটি ছিল অনলাইনে গান প্রকাশের বছর। সেই ধারাবাহিকতায় চলতি বছরও অনলাইনে গান প্রকাশের ধারা অব্যাহত আছে। বলা যায় দিন দিন বাড়ছে অনলাইনে গান প্রকাশের জনপ্রিয়তা।

মূলত বছর তিনেক আগে পরীক্ষামূলকভাবে অনলাইনে গান প্রকাশ শুরু হয়। খুব অল্প সময়েই মাকসুদ ও ঢাকা ব্যান্ডের ‘শব্দচিত্র’ অ্যালবাম থেকে শুরু করে হাবিবের একক গান ‘হরিয়ে ফেলা ভালোবাসা’ ও ‘মন ঘুমায় রে’ দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলে। একই সময়ে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর ‘জীবনের গল্প’, মিলার ‘আনসেন্সরড’, মাইলসের ‘প্রতিচ্ছবি’, মিশ্র অ্যালবাম ‘চলো অন্তহীন’সহ আরও বেশ কিছু অ্যালবাম। শ্রোতারা সহজেই সেসব অ্যালবাম ভিসাকার্ড, মাস্টারকার্ড, বিকাশ বা ফোনের মাধ্যমে গানগুলো কেনার সুযোগ পান। এখান থেকেই সুচিত হয় অনলাইনে অ্যালবাম প্রকাশনা।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী মাকসুদুল হক বলেন, ‘অ্যালবাম প্রকাশনার নতুন একটি মাধ্যম তৈরি করার জন্য আমরা অনেক দিন ধরে গবেষণা করছি। কয়েক বছরের প্রচেষ্টায় ডিজিটাল পদ্ধতিতে গান বা অ্যালবাম প্রকাশের পথ তৈরি হয়েছে। এ মাধ্যমটি শিল্পী ও ব্যান্ড, মিউজিশিয়ানসহ এ সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের জন্য সুফল বয়ে আনবে বলেই আমার ধারণা।’

একই মত পোষণ করেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চু। তিনি বলেন, এই মাধ্যমটি এখন আমাদের আশার আলো দেখাচ্ছে। সংগীতকে বাঁচিয়ে রাখতে এই মাধ্যমে সবার স্বাগত জানাতে হবে।’

হাবিব বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখন সময় অনলাইনের। সারা পৃথিবীতেই এ ধারা অব্যাহত রয়েছে। আমরাই শুধু পিছিয়ে ছিলাম।’

অনলাইনে গান প্রকাশের বিষয়ে শিল্পী ও সংগীতায়োজকরাই কেবল আশার কথা শোনাচ্ছেন এমন নয়। প্রকাশকরাও এখন এ মাধ্যমকে প্রাধান্য দিচ্ছেন। জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে অনলাইনের বিকল্প নেই। এ কথা স্বীকার করেন আরও বেশ কিছু অ্যালবাম প্রকাশক।’

আশার কথা হলো, চলতি বছর মোবাইল কনটেন্ট ও প্রযুক্তির আন্তর্জাতিক প্রতিষ্ঠান মোবিমিডিয়া এবং আন্তর্জাতিক অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক এ দেশে তাদের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে।

জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন এমজ্যামস মিউজিকে শিগগিরই যুক্ত হচ্ছে এ

দেশের শিল্পীদের গান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর