শিরোনাম
বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

১০ এপ্রিল থেকে সংগীত মেলা

শোবিজ প্রতিবেদক

সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটির [এসএসএসএস] আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী সংগীত মেলা। আগামী ১০ এপ্রিল এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।

মেলা কমিটির আহ্বায়ক হাসান মতিউর রহমান ও সদস্য সচিব করা হয়েছে সাজেদ ফাতেমীকে। তারা জানান, বাউলশিল্পীদের জন্য বরাদ্দ থাকবে এক ঘণ্টা। এ ছাড়া একক শিল্পীদের পাশাপাশি থাকবে ব্যান্ডের পরিবেশনা।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা অবধি আলোচনা ও গান-বাজনা হবে। তবে মেলা চলবে বিকাল ৩টা থেকে। সংগীত মেলা উপলক্ষে আগামী ৭ এপ্রিল বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মিউজিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) গত বছর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গানমেলা আয়োজন করে সংগীতাঙ্গনকে চাঙ্গা করেছিল। তবে এবার এই মেলা হচ্ছে না। একই প্রাঙ্গণ বরাদ্দ দেওয়া হয়েছে সংগীত মেলার জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর