রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘ইত্যাদি’ এবার আম্রকাননে

শোবিজ প্রতিবেদক

‘ইত্যাদি’ এবার আম্রকাননে

নতুন ‘ইত্যাদি’র একটি মুহূর্ত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার নির্মিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আম্রকাননে। আম্রকাননেই আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আমাদের অনেক আন্দোলন-সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে। এছাড়া এখন চলছে আমের মৌসুম। আর সেই আমের রাজধানীও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবারের ইত্যাদিতে আমাদের এই প্রাচীন ভূভাগ সম্পর্কে জানা যাবে অনেক অজানা তথ্য। অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ধারণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছিল উৎসবের আমেজ। এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। শুরুতেই থাকছে চাঁপাইনবাবগঞ্জ এবং আম নিয়ে দুটি প্রতিবেদন। রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ, শিক্ষানুরাগী মানুষ কুতুবুদ্দিন আহমেদের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। এই প্রতিবেদনে জানা যাবে নবাবদের নানা বিচিত্র ঘটনা। চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। নৃত্য পরিচালনা করেছেন ল্যাডলী মোহন মৈত্র ও গৌরী চন্দ  সিতু। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। নিয়মিত পর্ব হিসেবে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। সমসাময়িক ঘটনা নিয়ে সরস অথচ তীক্ষ নাট্যাংশ। শহুরে বাঙালি বনাম গ্রাম্য বাঙালি, হাতের রেখা ও নেতার মর্জি, আইন ও আইনের প্রয়োগ, রোগীর কথায় অবাক ডাক্তার, উভয় সংকট, অন্তর বনাম বাহ্যিক সৌন্দর্য, ফেসবুকের ভালো-খারাপসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ এপ্রিল, রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর