সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সম্প্রীতির গানে এস ডি রুবেল

শোবিজ প্রতিবেদক

সম্প্রীতির গানে এস ডি রুবেল

এবার সম্প্রীতির গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। তার আপকামিং অ্যালবাম ‘অচেনা শহরে’ থাকবে গানটি। মিউজিক ভিডিও আকারেই এটি প্রকাশ হবে। অ্যালবামের পাশাপাশি ইংরেজি সাবটাইটেল করে ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করা হবে। শিল্পীর কথায়- সারা পৃথিবীর মানুষ যাতে  গানটি শুনে ভেদাভেদ ভুলতে পারে তাই এ উদ্যোগ। গানের কথা হলো-‘সারা পৃথিবী ঘুরে মানুষের রক্তের রঙে খুঁজে পাইনি কোনো তফাৎ, আছে ভাবনার মুক্তধারা, সবাই রক্ত মাংসে গড়া। শুধু খুঁজি  আশরাফুল মাখলুকাত।’ রুবেল বলেন, পৃথিবী এখন ভেদাভেদের কারণে অশান্ত হয়ে উঠেছে। বিষয়টি  শিল্পী হিসেবে আমাকে ভীষণ পীড়া দেয়। এ বাস্তবতায় গানটি লিখেছি, সুর দিয়েছি ও গেয়েছি। এ গানের মূল মেসেজ হলো- সত্যিকারের ধর্মপ্রিয় মানুষ শান্তি চায়। এমন সম্প্রীতির গান এ উপমহাদেশে এর আগে ড. ভুপেন হাজারিকা প্রথম করেন। গানের কথা ছিল ‘আমার একটি সাদা মানুষ চাই’। এদিকে এসডি রুবেল সম্প্রতি বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা এবং ঢাকা মিডিয়া ক্লাব পুরস্কারে ভূষিত হয়েছেন।

সর্বশেষ খবর