বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী।  প্রদর্শন করা হয় ‘সূর্যস্নান’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবি দুটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমেদ। সভাপতিত্ব করেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেন নাসিরউদ্দীন দিলু, মানজারে হাসিন মুরাদ ও মুশফিকুর রহমান গুলজার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান, অভিনেতা ফারুক, খ্যাতনামা প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, ‘মুখ ও মুখোশ’ ছবির অন্যতম নায়িকা পেয়ারি বেগম।

সর্বশেষ খবর