শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দি লিজেন্ড সৈয়দ আবদুল হাদী

শোবিজ প্রতিবেদক

কিছুদিন আগে সৈয়দ আবদুল হাদীর সঙ্গে তার নিজের ৬০, ৭০, ৮০’র দর্শকের কিছু আধুনিক গান এবং হারিয়ে যাওয়া কিছু গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশের ব্যাপারে আলাপ হয়। প্রযোজনা প্রতিষ্ঠানটি হাদীর এ আগ্রহকে স্বাগত জানিয়ে তার অ্যালবামটি আরও সম্প্রসারিত করার কথা বলেন। শুধু আধুনিক গান বা হারিয়ে যাওয়া গানই নয় সঙ্গে আরও থাকবে কিছু দেশাত্মবোধক গান এবং চলচ্চিত্রের গান। সৈয়দ আবদুল হাদী তাতে সম্মতি জানান। আর এর পরপরই হাদী ব্যস্ত হয়ে উঠেন গান রেকর্ডিংয়ে। রকেট মণ্ডলকে দিয়ে সংগীতায়োজন করে ৬০, ৭০ এবং ৮০’র দশকের কিছু গান আবারও নতুন করে গাইলেন। আধুনিক গানের মধ্যে চারটি সিডি এক মোড়কে পাওয়া যাবে। সৈয়দ আবদুল হাদী বলেন, ‘প্রযোজনা সংস্থাটির সঙ্গে প্রথমেই কথা বলে আমার ভালো লেগেছিল। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে এ গানগুলো।

সর্বশেষ খবর