শিরোনাম
রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অসময়ের বৃত্তে মম

শোবিজ প্রতিবেদক

অসময়ের বৃত্তে মম

‘অসময়ের বৃত্তে’ শিরোনামের একটি নাটকে  অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে টাপুর টুপুরও অভিনয় করেছেন এ নাটকে। মম, টাপুর টুপুর আর জোভানকে ঘিরেই নাটকের মূল গল্প এগিয়ে যায়। মম বলেন, ‘দিদি নির্দেশিত এ নাটকটি খুবই ভালো হয়েছে।  গল্পটি একটু অন্যরকম। যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করতে।’ জোভান বলেন, ‘এ সময়ে অভিনয়ে যারা নিজের মেধা দিয়ে বেশ ভালো করছেন তাদের মধ্যে অন্যতম একজন মম আপু। এককথায় একজন মেধাবী অভিনেত্রী তিনি। আমার খুব ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করার। সেই ইচ্ছে পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চয়নিকা দিদি। কাজটি করে সত্যিই আমি খুব উচ্ছ্বসিত। দর্শকের কাছে অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।’ ‘সিলভা প্রোডাকশন’ প্রযোজিত চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে মম ব্যস্ত রয়েছেন তার অভিনীত নতুন দুই চলচ্চিত্র ‘স্বপ্নবাড়ি’ ও ‘ভালোবেসে তোর হবো’র শুটিং নিয়ে। তৌকীর আহমেদ পরিচালিত মম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এদিকে জোভান একক নাটকে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কি’, ‘শূন্যতা’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘নয়ছয়’, ‘চৌধুরী এন্ড সন্স’, ‘নাগরদোলা’সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর