মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রমজীবী অপূর্ব-মৌসুমী

শোবিজ প্রতিবেদক

শ্রমজীবী অপূর্ব-মৌসুমী

অপূর্ব এবার একটি ভিন্ন চরিত্রে হাজির হলেন নির্মাতা হাবিব শাকিলের ‘রুপার নূপুর’ নাটকে। এটি রচনা করেছেন বাকার বকুল। একজন সাধারণ সিএনজি ড্রাইভারের গল্প নিয়ে নির্মিত এই নাটক। মৌসুমী হামিদ তার বউ। প্রতিদিনের মতো চলতে থাকে তাদের সংসার। পথে এক্সিডেন্ট হওয়া পথচারীর লাশের পাশে পড়ে থাকা ব্যাগটি আত্মসাৎ করার পর থেকে নিজের বিবেকের সঙ্গে ঘটতে থাকে একের পর এক ঘটনা। নির্মাতা বলেন, গল্পের মূল উপজীব্য হচ্ছে বিবেকের সঙ্গে নিজের মনের যুদ্ধ। মূলত বিবেকের সঙ্গে নিজের মনের যুদ্ধই এই গল্পের প্লট। অপূর্ব এ যাবৎ যত নাটক করেছে তার মধ্যে এই প্রথম এমন চরিত্রে কাজ করেছে। পরিশ্রম করেছে অনেক বেশি। লোকাল ট্রেনে ওঠা থেকে শুরু করে বস্তিতে ও গ্রামে টানা পরিশ্রম করেছে। গল্পের প্রয়োজনে সব করেছে। সিএনজি চালিয়েছে সারাদিন এবং শুটিংয়ের আগে সিএনজি ড্রাইভারদের ফলো করেছে বেশ কিছুদিন। আমার সব সময় চেষ্টা থাকে ব্যতিক্রম গল্প দেখানোর।’ ক্যারিয়ারে লম্বা একটা সময় রোমান্টিক নায়ক হিসেবে দেখা গেছে অপূর্বকে। এবারই প্রথমবার সেই রোমান্টিকতা ভেঙে একেবারেই একজন শ্রমজীবীর চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘রুপার নূপুর’ নাটকে এই অভিনেতাকে দেখা যাবে ভিন্নভাবে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, উম্মে আদিবা প্রমুখ। খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর