শিরোনাম
সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুররিয়েলিস্টিক ছবি অনুপ্রবেশ

শোবিজ প্রতিবেদক

সুররিয়েলিস্টিক ছবি অনুপ্রবেশ

অনুপ্রবেশ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে বিশেষ স্থান রাখতে পারে মূলত এর ম্যাজিক রিয়েলিজম ও সুররিয়েলিস্টিক কাহিনির জন্য। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক তাপস কুমার দত্ত (অদ্বয় দত্ত)। তাপসের প্রথম ছবি অনুপ্রবেশ। প্রথম ছবি হিসেবে এর ভেতরে চ্যালেঞ্জের উপাদানও অনেক। অনুপ্রবেশ কোনো কাহিনিপ্রধান চলচ্চিত্র নয়। বরং এর ভিতরে রয়েছে পিয়াজের খোসার মতো নানা স্তর। সেই স্তরে স্তরে সাজানো রয়েছে রহস্যের ধূম্রজাল। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সায়েম সোহেল, সানজিয়া ইসলাম, আলতাফ হোসেন, অলিউল হক রুমী, কাজী তমাল, হাসান ইমাম বাবু প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সৌম্য বসু। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও শুভমিতা। ছবিটির চিত্রায়ণ করা হয়েছে ঢাকা, সেন্টমার্টিন দ্বীপ, কোমরপুর-ফরিদপুর, সাভার।

সর্বশেষ খবর