সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

না ফেরার দেশে জন হার্ট

শোবিজ ডেস্ক

না ফেরার দেশে জন হার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই। দীর্ঘদিন ধরেই প্যানক্রিয়াসের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন এই ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ তারকা। ৭৭ বছর বয়সে শনিবার মারা যান তিনি। রয়টার্সকে হার্ট-এর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তার লস অ্যাঞ্জেলসের ম্যানেজার জন ক্রসবির ব্রিটিশ মুখপাত্র চার্লস ম্যাকডোনাল্ড। প্রায় ছয় দশক ধরে দুশরও বেশি সিনেমায় অভিনয় করেছেন স্যার জন হার্ট। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোবসহ অনেক পুরস্কার। হার্ট প্রথমবার অস্কার মনোনয়ন পান ১৯৭৮ সালের সিনেমা ‘মিডনাইট এক্সপ্রেস’-এর জন্য। এখানে তিনি অভিনয় করেছিলেন ম্যাক্স নামের এক হেরোইন আসক্তের চরিত্রে, যে জেলে থাকা অবস্থায় এক মাদক পাচারকারীর সঙ্গে বন্ধুত্ব করে। তবে হার্ট সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ১৯৮০ সালের সিনেমা ‘দ্য এলিফ্যান্ট ম্যান’-এর জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর