শিরোনাম
শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আলোচনায় জয়া আহসান

শোবিজ প্রতিবেদক

আলোচনায় জয়া আহসান

অভিনেত্রী হিসেবে জয়া আহসানের জুড়ি মেলা ভার। এ পর্যন্ত তিন তিনটি ‘জাতীয় পুরস্কার’ ঘরে তুলেছেন তিনি। দুটি বাংলাদেশে এবং সর্বশেষটি ভারতে। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘বিসর্জন’ সম্প্রতি ভারতে জাতীয় পুরস্কার পাওয়ার পর নতুন করে আলোচনায় তিনি।

জয়া আহসান বলেন, ‘পুরস্কারের খবরটা শুনেই ফোনে চিৎকার করতে শুরু করেছি। এমনিতে আমি বাংলাদেশে দুবার জাতীয় পুরস্কার পেয়েছি। কিন্তু এটা ভারতের সর্বোচ্চ সম্মান। আমার জন্য তৃতীয়বার।’

কলকাতার ছবিতে জয়া আহসানের অভিনয় নতুন নয়। এর আগে অভিনয় করেছেন সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ আর আরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিতে।

কৌশিক চক্রবর্তীর বিসর্জনে কাজের সুযোগ কীভাবে হলো বলতে গিয়ে জয়া জানান, একটা সাক্ষাৎকারে বলেছিলাম কলকাতার পরিচালকরা একটু অন্য কম চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান না। বড্ড টাইপকাস্ট করে দেন। সাক্ষাৎকারটা পড়ে কৌশিকদার অভিমান হয়েছিল! আসলে কী জানেন, ‘আমি বড় কথা ভেবে বলিনি। আবর্তর পর থেকে আমার কাছে যে কটা অফার এসেছিল সবই ওই ছবির মতোই চরিত্র। তাই অনেক বড় অফারও ফিরিয়ে দিয়েছিলাম।

আমি বোধহয় সেখান থেকে একটু আক্ষেপ করে কথাটা বলেছিলাম’—বলেন জয়া।

তিনি বলেন, ‘এরপর একটা অনুষ্ঠানে কৌশিকদা হাসতে হাসতে বলেন, আমরা এক্সপেরিমেন্ট করি না, তাই না? ঠিক আছে, তোর জন্য যখন কিছু লিখব, সেটা তোকে চ্যালেঞ্জ করেই লিখব!’

বিসর্জন ছবিতে জয়ার চরিত্রটি একজন হিন্দু বিধবার। চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘পদ্মার চরিত্রটাই এ ছবির কেন্দ্রবিন্দু। সেটাই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকা এক হিন্দু বিধবা।

তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার আলাপ হয় নাসির আলির (আবির চট্টোপাধ্যায়) সঙ্গে এবং তাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা তৈরি হয়, সেটা নিয়েই ছবি।’

অভিনয় ছাড়াও জয়া সিনেমা প্রযোজনা করছেন। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘হুমায়ূন আহমেদের শুরুর দিকের গল্প ‘দেবী’ নিয়ে ছবি করছি। গল্পটা

আমার ছোট থেকেই খুব প্রিয়। পড়তে পড়তে একটা ভিজ্যুয়াল সামনে ভেসে উঠত। দেখলাম কেউ এটা নিয়ে ছবি বানাচ্ছে না। তাই নিজেই করব ঠিক করলাম। নিজের প্রযোজনা ছাড়াও কয়েকটা কাজ করেছি। বাংলাদেশ সরকার থেকে একটা সাবসিডি পেয়েছিলাম। তাই ঝুঁকিটা নিয়েই ফেললাম। শুধু অভিনয় নয়, বাংলাদেশের সিনেমাকে আরও উন্নত করার ইচ্ছে রয়েছে।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর