শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

চার বছর পর চিরকুট

শোবিজ প্রতিবেদক

চার বছর পর চিরকুট

চার বছর পর প্রকাশিত হতে যাচ্ছে ব্যান্ড দল চিরকুটের অ্যালবাম। দলটির প্রকাশিতব্য এ তৃতীয় অ্যালবামটির নাম ‘উধাও’। অ্যালবামের কাঁটাতার ভেঙে চাঁদ উপচে পড়ে, সোডিয়াম বাস পথ সাঁতরে চলে, ঠিক সময়ে ঘরে ফিরতে পারি না, বাবা বলেছে আজ গেইট খুলবে না কিংবা আঁধার পাড়ি দিয়ে শহর কুড়াই, আমি ইচ্ছেমতো রাত্রি উড়াই-এমন সব গানের কথা লিখেছেন সুমি নিজেই। একটি গানে তাকে সহযোগিতা করেছেন সাইফুল আকবর খান। অ্যালবামে মোট গান থাকছে ছয়টি।

টিভি, উধাও, নিয়ম বুঝি না, কাঁটাতার, তারুণ্য, কেউ জোনাক জ্বেলে শিরোনামের গানগুলো নিয়ে সাজানো অ্যালবামটি প্রযোজনা করছে রবি ইয়ন্ডার মিউজিক। ঈদের আগে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি।

এমনটাই জানালেন সুমি। তিনি বলেন, ‘অ্যালবামের প্রস্তুতি প্রায় এক বছর ধরেই নিচ্ছি আমরা। তবে জোর প্রস্তুতি যাকে বলে সেটা গত এক মাসে নিয়েছি। রোজার আগে রবি ইয়ন্ডারের মাধ্যমে গানগুলো মুক্তি পাচ্ছে অনলাইনে। ঈদের পর আশা করছি সিডি মুক্তি দেব। ধীরে ধীরে মিউজিক ভিডিও প্রকাশিত হবে অ্যালবামের গানগুলোর।’

২০১০ সালে নিজের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে ব্যান্ড দল চিরকুট। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে দলটি। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ : ড্রামস, কিবোর্ড-পাভেল আরিন। গিটার ইউকেলেলে, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো-ইমন চৌধুরী কিবোর্ড, হারমোনিয়াম-জাহিদ নিরব। বেইজ, ব্যাক ভোকালস-দিদার হাসান সাউন্ড প্রডিউসার- পাভেল আরিন। লিরিক, টিউন, ভোকালস-শারমীন সুলতানা সুমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর