শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপম খের

শোবিজ ডেস্ক

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপম খের

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। বুধবার সিনেমাটির প্রথম পোস্টার নিজের টুইটারে প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বরুর রচিত একই নামের জীবনী অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন বিজয় রত্নাকর গুত্তে। এর চিত্রনাট্য লিখেছেন হংসল মেহতা। সঞ্জয় বরুর বইটি প্রকাশের পরপরই আলোচনায় উঠে এসেছিল। কারণ এর কিছুদিন পরই অনুষ্ঠিত হয় ভারতের সর্বশেষ নির্বাচন, যাতে কংগ্রেসকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এবার এই বইয়ের ওপর নির্মিত সিনেমাটিও মুক্তি পাবে ২০১৯ সালে, যে বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের পরবর্তী নির্বাচন। পোস্টারটি প্রকাশ করে অনুপম খের লিখেছেন, ‘অভিনেতা হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কারের জন্য বার বার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’ পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পড়েছে। অভিনেতা অনিল কাপুর পোস্টারটি রিটুইট করে লিখেছেন, ‘কেউ যদি এই চরিত্রে অভিনয় করতে পারেন, তবে সেটা আপনি, অনুপম খের। নিঃসন্দেহেই এটি দেখার মতো একটি সিনেমা হবে।’ সিনেমাটির নির্মাতারা দাবি করছেন, রিচার্ড অ্যাটেনবারোর অস্কারজয়ী সিনেমা ‘গান্ধী’র চেয়েও ভালো হবে মনমোহন সিংয়ের বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করছেন অশোক পণ্ডিত।

সর্বশেষ খবর