সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

যৌথ প্রযোজনায় অনিয়ম বন্ধের দাবি

শোবিজ প্রতিবেদক

যৌথ প্রযোজনায় অনিয়ম বন্ধের দাবি

যৌথ প্রযোজনার অনিয়ম বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে চলচ্চিত্রকাররা। রবিবার দুপুরে এফডিসির সামনে ১৪টি চলচ্চিত্র সংগঠন ধর্মঘটে অংশ নেয়।

এফডিসির গেটে এই ধর্মঘট শুরু হয়। ‘বস ২’ এর সেন্সর সার্টিফিকেট বাতিল ও যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন অভিনেতা ফারুক, মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, রুবিনা, জায়েদ খান, সাইমন, বাপ্পি, চিত্রনায়িকা পপি, পরীমণি, নিঝুম, ডিপজল প্রমুখ। দুপুর ১ টার দিকে ধর্মঘটকারীরা এফডিসির গেট থেকে মিছিল সহকারে মগবাজারের ইস্কাটনে সেন্সর বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন। মিছিল থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়ার বিরুদ্ধে স্লোগান দেন তারা। এখান থেকেই একটি টিম তথ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে।

সর্বশেষ খবর