বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদের ৪র্থ দিনের টিভি আয়োজন

ঈদের ৪র্থ দিনের টিভি আয়োজন

এটিএন বাংলা

সাত দিনের সাত কাহন

বিশেষ নাটক ‘সাত দিনের সাত কাহন’। এটি রচনায় ফারিয়া হোসেন ও পরিচালনায় আরিফ খান।   

নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম। এটি প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে।

 

দেশটিভি

ধারাবাহিক লজ্জাবতী লায়লা

রচনা মাসুম শাহরীয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ

অভিনয়ে- তিশা, চঞ্চল চৌধুরী, সুজাতশিমুল, শাহেদ আলী সুজন, রাশেদ মামুন অপু ও অন্যান্য। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

 

মিউজিক্যাল লাইভ-এ চিরকুট। এটি প্রচার রাত ১০টায়।

 

ইটিভি

শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ

মাসুমা লিসা ও শতরূপা দত্তর প্রযোজনায় শিশুদের জন্য নির্মিত পাঁচ পর্বের বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।

 

বিশেষ ধারাবাহিক নাটক ‘মি. সুলতান’

ধারাবাহিক নাটক ‘মি. সুলতান’। নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারহানা মিলি, আ খ ম হাসান, স্বাগতাসহ  অনেকে।  সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রচার হবে।

কনসার্টে ‘সফী মণ্ডল ও জুয়েল’

সরাসরি সংগীতায়োজন ‘ফোন লাইভ স্টুডিও কনসার্ট’। সরাসরি সংগীত পরিবেশন করবেন ‘সফী মণ্ডল ও জুয়েল’।  আসাদুজ্জামান আসদ এবং মাসুদুজ্জামান সোহাগের  প্রযোজনায় রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

 

 

এনটিভি

টেলিফিল্ম ম্যানিকুইন মুমু। রচনা ও পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, জাকিয়া বারী মম, আলিফ, সুষমা সরকার, মঞ্জুরুল করিম প্রমুখ। প্রচার হবে বেলা ২টা ২০ মিনিটে।

 

মাছরাঙা

সেলিব্রেটি শো কেমিস্ট্রি। এটি উপস্থাপনায় মুনমুন। অতিথি ওমর সানী ও মৌসুমী। প্রযোজনায় এস এম হুমায়ুন কবির। অনুষ্ঠানটি প্রচার হবে—

 

ধারাবাহিক একটি পারিবারিক প্রেম কাহিনী

রচনা মারুফ রেহমান ও পরিচালনায় মোস্তাফা কামাল রাজ। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ। প্রচার হবে ৬টা ৪০ মিনিটে।

ধারাবাহিক নাটক  ভেল্কিবাজি

ইদ্রিস হায়দারের পরিচালনায় ধারাবাহিক নাটক ভেল্কিবাজি। নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, ফারুক আহমেদসহ আরও অনেকে।

 

বাংলাভিশন

বাদাবন

সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বাদাবন’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন আরফান নিশো, মামুনুর রশীদ, মৌসুমী হামিদ, হিন্দোল রায়, উজ্জ্বল মাহমুদ, এজাজ বারী, আমানুল হক হেলাল প্রমুখ।

 

আরটিভি

৫টা ৩০ মিনিটে  বিশেষ তারকা কথন। একান্ত আলাপে অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক জিৎ ও নূসরাত ফারিয়া। উপস্থাপনায় সোনিয়া হোসেন।

 

বৈশাখী টিভি

হারবাল লাভ। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা মামুন। নাটকে অভিনয়ে রিয়াজ, জাকিয়া বারী মম, জয়রাজ। নাটকটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।

 

নাটক ‘ব্রেক ফেইল’ রচনা ও পরিচালনায় আকাশ রঞ্জন। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, মীর সাব্বির, রওনক হাসান, হোমায়রা হিমু, সাইদ বাবু, ফারুক আহমেদ, হাসান মাসুদ, আরফান, ম ম মোর্শেদ। প্রচার সন্ধ্যা ৬টায়।

সর্বশেষ খবর