বলিউড-সংশ্লিষ্টদের ধারণা ছিল, ‘বাহুবলি’-জ্বরে আক্রান্ত ভারতীয়দের নতুন প্যারাসিটামল হবে ঈদে মুক্তি পাওয়া সালমান খানের ‘টিউবলাইট’। কিন্তু প্রথম দিনের আয়ে সালমান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে একেবারে হতাশ হওয়ার কিছু নেই। টিউবলাইট যেমন আস্তে আস্তে জ্বলে সারা ঘর আলোকিত করে, তেমনি একটু একটু করে জ্বলে সাত দিনে ১০০ কোটি রুপি আয় করে বক্স-অফিস কিছুটা আলোকিত করেছেন সালমান।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, সাত দিনে ছবিটির মোট আয় পুরো ভারতে দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপিতে। ঈদের দিন মুক্তি পাওয়া সালমানের বিগত ছবিগুলোর মধ্যে সবচেয়ে কম আয় করেছে ‘টিউবলাইট’। হলিউডের ‘লিটল বয়’ থেকে অনুপ্রাণিত দাবি করা হলেও ছবিটি মূলত ‘লিটল বয়’-এর হিন্দি সংস্করণ। শুধু ‘লিটল বয়’ ছবিটির প্রেক্ষাপট বদলে এখানে ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধের প্রেক্ষাপট জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ওম পুরি, চীনা অভিনেত্রী ঝু ঝু, শিশু শিল্পী মাতিন রে ট্যাঙ্গু এবং সালমানের ভাই সোহেল খান।