বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘একজন কবির মৃত্যু’-র নির্মাণ কাজ সমাপ্ত

শোবিজ প্রতিবেদক

‘একজন কবির মৃত্যু’-র নির্মাণ কাজ সমাপ্ত

‘একজন কবির মৃত্যু’ বাংলাদেশে প্রথম গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র। ক্রাউডফান্ডিং ফিল্ম ইনিসিয়েটিভ বাংলাদেশ এর উদ্যোগে ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদ। নিরীক্ষাধর্মী এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ ঢাকা শহর, এর আশপাশ, ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া জেলার ভাণ্ডারবাড়ী যাওয়ার রাস্তার বিভিন্ন অংশে এবং ভাণ্ডারবাড়ী গ্রামে করা হয়। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আইরিন সুলতানা। শিগগিরই ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে। ২০১৫ সালের ৭ অক্টোবর পাবলিক লাইব্রেরি সেমিনার হলে এক সংবাদ সম্মেলন এবং সেমিনারের মধ্য দিয়ে গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদ গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন এবং সেমিনারে মূল প্রবন্ধ গবেষক-প্রাবন্ধিক আহমদ মাযহার ও সভাপতিত্ব করেন প্রাবন্ধিক মফিদুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মানজারে হাসিন মুরাদ এবং চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক।

সর্বশেষ খবর