রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
চলচ্চিত্র দর্শক সমিতির গোলটেবিল বৈঠকে কাজী হায়াৎ

চলচ্চিত্রকারদের ঐক্যের বিকল্প নেই

চলচ্চিত্রকারদের ঐক্যের বিকল্প নেই

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন কাজী হায়াৎ

প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের মূল ভিত্তি হলো স্টেক হোল্ডার মানে যারা বিনিয়োগকারী, নির্মাতা আর শিল্পী কলাকুশলী। তাদের সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এই শিল্পের অস্তিত্ব নির্ভরশীল। এই ঐক্যের কোনো বিকল্প নেই।

বাংলদেশ চলচ্চিত্র দর্শক সমিতির উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘চলচ্চিত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কাজী হায়াৎ চলচ্চিত্রকারদের ঐক্যের ওপর এই গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্রকার নাদের চৌধুরী, জাজের সিইও আলীমউল্লাহ খোকন প্রমুখ। বক্তারা চলচ্চিত্রের বর্তমান অস্থিতিশীল অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন। তারা সম্মিলিতভাবে এই সংকট উত্তরণে চলচ্চিত্রকারদের ভূমিকা প্রত্যাশা করেন।

সর্বশেষ খবর