সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ক্ষোভের মুখে এ আর রহমান

শোবিজ ডেস্ক

ক্ষোভের মুখে এ আর রহমান

গত ৮ জুলাই লন্ডনে বলিউডের বিখ্যাত মিউজিশিয়ান এ আর রহমানের মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই কনসার্টে তুমুল ভিড় ছিল দর্শক-শ্রোতার। সবাই মন খুলে হিন্দি গান শোনার অভিপ্রায় নিয়ে কনসার্টে এসেছিলেন। কিন্তু সেখানে এ আর রহমান হিন্দিতে নয়, বেশির ভাগ গানই গেয়েছেন তামিল ভাষায়। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন অধিকাংশ শ্রোতা-দর্শক। পরে অবশ্য অনেকে শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অনলাইন দুনিয়ায়। কনসার্টটির নাম ছিল ‘নেত্রু, ইন্দ্রু, নালাই’। নামটি তামিল ভাষায় হলেও দর্শকদের প্রত্যাশা ছিল বেশির ভাগ হিন্দি গান শোনার। কয়েকটি হিন্দি গান গেয়েছিলেনও তিনি। কিন্তু সংখ্যায় ছিল খুবই কম। আর এতেই বাধে বিপত্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর