শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সুনিধি চৌহান

ঢাকাই লাল শাড়ি পরার খুবই ইচ্ছা

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে অনুষ্ঠিত ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট-এ গান গেয়ে মাতালেন দর্শকশ্রোতাদের। সম্প্রতি তার দীর্ঘ সংগীতযাত্রা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়—

পান্থ আফজাল

ঢাকাই লাল শাড়ি পরার খুবই ইচ্ছা

একই মঞ্চে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে পারফর্ম... অনুভূতি কেমন?

  আমি খুবই আনন্দিত যে, একই মঞ্চে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে আমি পারফর্ম করেছি। আসলে দুই দেশের মধ্যে এরকম কনসার্ট বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সংস্কৃতির আদান-প্রদান হওয়া খুবই প্রয়োজন।

 

কনসার্টে আপনি সাধারণত কী ধরনের গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

মৌলিক বিভিন্ন ধরনের গানই করে থাকি। সফট, মেলোডি, ড্যান্স-মাস্তিসহ বিভিন্ন টাইপের কনসার্ট সবার পছন্দ। আর আমার বেশ কিছু জনপ্রিয় হিন্দি আর কলকাতার বাংলা গান আছে। সব মিলিয়ে দর্শকদের ভালোলাগা কিছু গান আমি কোথাও কোনো পরিবেশনায় গেলে করে থাকি।

 

আপনার তো তিন হাজারেরও বেশি হিট গান রয়েছে?

হুম... এসব গানই আপনাদের ভালোবাসায় হিট হয়েছে। দর্শক শ্রোতাদের রুচির কথা চিন্তা করেই মূলত আমি গান নির্বাচন করি।

 

আপনি তো এর আগেও এ দেশে এসেছেন?

এ নিয়ে চার বা পাঁচবার হলো। তবে এটি টিকিট ব্যবস্থায় আমার প্রথম কনসার্ট। আর বাকি সময় বিভিন্ন ক্লাবের আয়োজনে এসেছিলাম।

 

বাংলাদেশের কোন জিনিস আপনাকে বেশি আকৃষ্ট করে?

ঢাকাই লাল শাড়ির নাম শুনেছি, দেখেছি অনেক। এগুলো বিখ্যাত। তবে আমার ঢাকাই লাল শাড়ি পরার খুবই ইচ্ছা। এবার সময়-সুযোগ হলে লাল শাড়ি কিনব।

 

কোন বিষয়টা আপনার ভালো লেগেছে?

আসলে যতবার বাংলাদেশে এসেছি, ততবারই এখানকার মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এটি আমার কাছে সত্যিই অন্যরকম অনুভূতি।

 

বাংলাদেশের শিল্পীদের গান শোনেন কি?

আমি রুনা লায়লা ম্যাডামের গানের একজন ভক্ত। বাংলাদেশের শিল্পীদের মধ্যে তার গান খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি তার গান শুনি। তার কণ্ঠের কোনো তুলনা হয় না। আর তার সঙ্গে কিছু গানের রিয়েলিটি শোতে দেখা হয়। তখন তার সঙ্গে কথাও বলেছি।  

 

আপনি তো ঢালিউডের ‘বিজলী’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন?

আমি কিন্তু অনেক বাংলা গান গেয়েছি। তবে বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছি কিনা এ মুহূর্তে মনে করতে পারছি না।

 

গানটি ছিল ‘মন বাসা খালি নেই’...

এখন মনে পড়ছে না; তবে এই গানে কণ্ঠ দিলেও দিতে পারি। 

 

আপনার গান ছাড়া অবসরে কার গান শোনেন?

এখন বিয়নসে নোয়েলস ছাড়া কিছু শুনছি না। আমার নিজের গায়কীর সঙ্গে কোথাও ওর একটা মিল আছে। তার ‘হেলো’ গানটা আমি বার বার শুনি তবু পুরনো হয় না যেন। আর মাইকেল জ্যাকসনের ‘ব্যাড’ অ্যালবামের গানগুলো আমার খুবই প্রিয়।

 

শুনেছি মাঝে মাঝে রবীন্দ্রসংগীতও শুনে থাকেন?

রবীন্দ্রসংগীত শুনি। শিল্পীদের নাম বলতে পারব না। নাম বলতে পারি একজনেরই, যার গানে এক ধরনের উদাত্ত ব্যাপার আছে, তিনি লোপামুদ্রা মিত্র। অন্যদের রবীন্দ্রসংগীতের চেয়ে আলাদা।

 

বাংলাদেশের ভক্তদের উদ্দেশে কিছু কি বলার আছে?

এ দেশে আমার অজস্র ভক্ত রয়েছে। যারা আমার গান শোনেন, তাদের সবার জন্য রইল আমার ভালোবাসা। আপনারা অনুষ্ঠানটি দেখতে আসবেন আর আমার গান শুনবেন।      

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর