বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আনোয়ারার কৃতজ্ঞতা প্রকাশ

শোবিজ প্রতিবেদক

আনোয়ারার কৃতজ্ঞতা প্রকাশ

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ১৩ জুলাই তার স্বামী মহিতুল ইসলাম স্ট্রোক করলে তার চিকিৎসার ব্যয় নির্বাহ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক নির্মাতা তাকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক বকেয়া রেখে দিয়েছিলেন। চলচ্চিত্র শিল্পের অবস্থা মন্দ হওয়ায় তার হাতে অনেক দিন ধরে কোনো কাজও নেই। ফলে অর্থের অভাবে অসুস্থ স্বামীর চিকিৎসা ও তার দৈনন্দিন জীবন যাপন গভীর সংকটে পড়ে। এ অবস্থায় গত ২৭ জুলাই ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার শোবিজ বিভাগে তাকে নিয়ে ‘দুঃসহ জীবনে আনোয়ারা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে তার অসহায় জীবনের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং গত রবিবার প্রধানমন্ত্রী তাকে গণভবনে আমন্ত্রণ জানান এবং তার হাতে ৩০ লাখ টাকার অনুদান তুলে দেন। আনোয়ারা বলেন, প্রধানমন্ত্রী এর আগেও অনেক অসহায় শিল্পীর কল্যাণে এগিয়ে এসে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করেছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ারা। তিনি বলেন, আমরা বর্তমানে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সংস্কৃতিবান্ধব। সবসময়ই তিনি এর খবরাখবর রাখেন এবং এর উন্নয়নে সজাগ থাকেন। আমি তার সফল কর্মময় জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা।  পত্রিকাটি নিয়মিত অসহায় শিল্পীদের খবরাখবর প্রকাশ করে তাদের অসহায়ত্ব মোচনে ভূমিকা রেখে যাচ্ছে।  

সর্বশেষ খবর