বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মাসুদ সেজানের তিন ধারাবাহিক

শোবিজ প্রতিবেদক

মাসুদ সেজানের তিন ধারাবাহিক

ঈদে তিনটি ধারাবাহিক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজান। এর মধ্যে এনটিভির জন্য নির্মাণ করেছেন সাত পর্বের ‘অ্যাব-নরমাল’। অভিনয় করেছেন— মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ। ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা ৭ টায় প্রচারিত হবে। বাংলাভিশনের জন্য নির্মাণ করেছেন গত ঈদের জনপ্রিয় নাটক ‘চরিত্র : ভোটার’ এর সিক্যুয়াল ‘চরিত্র : নেতা’। এতে অভিনয় করেছেন— মাহফুজ আহমেদ, তিশা, মামুনুর রশিদ, ডা. এজাজ, শামীমা নাজনীন, আব্দুল্লাহ রানা, শর্মীমালা, এস কে রতন, বীথি রানী সরকার প্রমুখ। এটি ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে। একুশে টেলিভিশনের জন্য এবার তিনি নির্মাণ করেছেন ‘গরিব কেন কাঁদে’। স্যাটায়ার ধর্মী, পোশাকি এই নাটকটি ইটিভিতে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ দিন রাত ৮টায়। এতে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, ভাবনা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, মতিউর রহমান প্রমুখ। এই তিনটি নাটক প্রসঙ্গে মাসুদ সেজান বলেন, আমি প্রত্যেক ঈদেই চেষ্টা করি দর্শকের জন্য ভিন্ন ধরনের কিছু গল্প উপহার দেওয়ার। এবারের কাজগুলোও দর্শক অনেক উপভোগ করবেন।  নিয়মিত দর্শকের পাশাপাশি নতুন নতুন দর্শকও আমার নাটকের প্রতি আকৃষ্ট হবেন আশা করছি।

 

সর্বশেষ খবর