বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’

শোবিজ প্রতিবেদক

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’

বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। গানের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাই তো তিনি যুক্ত হয়েছেন গানের ভুবনে। এবার ঈদুল আজহায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। এ অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলো হলো— ‘তোমাকে দেখে মন ভালো হয়ে যায়’, ‘এ জীবনের অর্থ কি’, ‘চার দেয়ালের মাঝখানে আজ’, ‘তোমার এ হৃদয় জুড়ে’, ‘এক ফোঁটা রোদ্দুর’, ‘সুখ পাখি’, ‘আমার চারিপাশে ঘিরে ছিল’, ‘হাত বাড়াও আমি আছি’, ‘বেঁচে থাকা বড় কঠিন’ এবং ‘কেমন করে উজাড় করে’। গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ ইকবাল হোসেন, সাগর চৌধুরী, মান্নান মোহাম্মদ এবং শেখ রেজা শানু। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ।  মুকাদ্দেম বাবুর প্রযোজনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

সর্বশেষ খবর