সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অদ্যই শেষ রজনী

শোবিজ প্রতিবেদক

অদ্যই শেষ রজনী

‘অদ্যই শেষ রজনী’ নাটকের দৃশ্য

আজ এটিএন বাংলায় রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অদ্যই শেষ রজনী’। মাসুম রেজার রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মৌসুমী হামিদ, এস এন জনি, মারজুক রাসেল।

বাংলার সংস্কৃতির অন্যতম এবং অবিচ্ছেদ্য অংশ যাত্রাপালা। গ্রামবাংলার আপসহীন বিনোদন জোগাতে কাজ করে অনেক যাত্রাদল। এমন একটি যাত্রা দলের নাম ‘যাত্রা বাণী থিয়েটার’। যার কর্ণধার হাক্কানী সিরাজের ছোটবউ মমতা বেগম। মমতা বেগম তার সন্তানের মতোই ভালোবেসে আগলে রেখেছে। দলের প্রধান নায়ক শাহ সুলতান ও প্রধান নায়িকা লীলাবতি। শাহ সুলতান ও লীলাবতীর প্রশংসা সারা বাংলায় ছড়িয়ে আছে। অপরপক্ষে দলের মধু খাঁ ও নিশি লস্কর ওদের দুজনের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা করতে থাকে। দল প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বদি লস্কর। এই বদি লস্কর বিভিন্ন সময়ে তার নিজের স্বার্থে দল ভাঙার পাঁয়তারা করতে থাকে। হাক্কানী সিরাজের অপরপক্ষের ছেলে হাক্কা বাবুকে সঙ্গে নিয়ে... নানা ধরনের সংকটের মধ্য দিয়ে সময় পার করতে থাকে মমতা। এক পর্যায়ে দল ভেঙে গেলেও অনড় বিশ্বাসে অটল থাকে মমতা বেগম। দলের ছুকনি, হীরন, হুরালী মমতাকে সান্ত্বনা দেয়। ওদিকে বদি, নিশি, মধু মরম নানান ফন্দি আঁটার চেষ্টা করতে থাকে...।  এভাবেই গল্পটি চলতে থাকে...।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর