বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক মাসে ছয় ছবি...

আলাউদ্দীন মাজিদ

এক মাসে ছয় ছবি...

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে খরা চলছে। ছবির অভাব। স্বল্পসংখ্যক ছবি মুক্তি পেলেও সব ছবির মান নেই, তাই দর্শক সিনেমা হল বিমুখ। ছবির অভাবে চলছে সিনেমা হল বন্ধের হিড়িক। শিল্পী সংকট। হাতেগোনা শিল্পীর ওপর নির্ভর করতে গিয়ে শিডিউল জটিলতায় ছবি নির্মাণ অসম্ভব হয়ে পড়েছে। এমন অনেক সমস্যায় যখন ঢাকাই চলচ্চিত্র অস্তিত্ব সংকটে তখনই অক্টোবর মাসে ছবি মুক্তি নিয়ে আশার আলো দেখছে চলচ্চিত্র ব্যবসায়ী ও দর্শকরা। প্রযোজক সমিতির একটি সূত্র জানিয়েছে অক্টোবরে এখন পর্যন্ত ৫টি ছবি মুক্তির জন্য নিবন্ধিত হয়েছে। ছবিগুলো হলো— দুলাভাই জিন্দাবাদ, গহীন বালুচর, ডুব, খাস জমিন ও মাটির প্রজার দেশে। আরেকটি ছবি ‘ঢাকা অ্যাটাক’ অক্টোবরে মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট প্রযোজক। সবমিলিয়ে ৬টি ছবি মুক্তি পেতে যাচ্ছে অক্টোবরে।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান বলেন, অনেকদিন পর এক মাসে বেশি সংখ্যক ছবি মুক্তি পাচ্ছে, এটি আশার কথা। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে খুশির কোনো কারণ নেই। আরেকটি বিষয় হলো, বেশি ছবি মুক্তি পাওয়ার মধ্যে উচ্ছ্বাসের কিছু নেই। মানসম্মত ছবি হতে হবে। তাহলেই সিনেমা হল মালিক, নির্মাতা ও দর্শক সমানভাবে এর সুফল ভোগ করবে। ছবি নির্মাণে উৎসাহ ও জোয়ার আসবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, নব্বইর দশক পর্যন্ত সপ্তাহে দুটি মানে মাসে কমপক্ষে আটটি করে ছবি মুক্তি পেত এবং ছবিগুলো হতো মানসম্মত। ফলে সিনেমা হলের সংখ্যা ক্রমেই বাড়ত। শিল্পী, নির্মাতা, গল্প নির্মাণ। সব কিছুতেই ছিল ভ্যারিয়েসন। এতে চলচ্চিত্র ব্যবসা ছিল চাঙ্গা। নব্বই দশকের শেষ দিকে এসে এই অবস্থায় ধস নামে। অপর্যাপ্ত ছবি। যেসব ছবি মুক্তি পায় তাতে মানের অভাব। ফলে সিনেমা হল উদ্বেগজনক হারে কমেছে। চলচ্চিত্র ও সিনেমা হলের ব্যবসা এখন আশঙ্কাজনক অবস্থায় গিয়ে ঠেকেছে। অক্টোবরে যে ৬টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে সেগুলো যদি মানসম্মত হয় আর দর্শক দেখে তাহলে চলচ্চিত্র আর সিনেমা হল ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনতে পারে। না হলে শুধুই মুক্তি সর্বস্ব ছবির তালিকা দীর্ঘ হবে, আর কিছু নয়। চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক বলেন, এখন ঈদ ছাড়া অন্যসময় একাধিক ছবি মুক্তির নজির কমে গেছে। মাসের বেশিরভাগ সময় ছবি মুক্তিতে শূন্য সপ্তাহ পার করতে হয়। অক্টোবরে ছয়টি ছবি মুক্তি পেতে যাচ্ছে এটি আশার কথা। তবে ছবিগুলোর গ্রহণযোগ্যতা না থাকলে এই অধিকসংখ্যক ছবি মুক্তির কোনো মানে থাকবে না। এদিকে, মুক্তি প্রতীক্ষিত ছয়টি ছবির তারিখ ও তালিকা হলো— ৬ অক্টোবর দীপংকর দীপেনের ‘ঢাকা অ্যাটাক’ [আরিফিন শুভ ও মাহি], ইমতিয়াজ আহমেদের ‘মাটির প্রজার দেশে’ [জয়ন্ত চট্টোপাধ্যায়], ১৩ অক্টোবর মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ [মৌসুমী, মিম, বাপ্পী, ডিপজল], ও সারোয়ার হোসেনের ‘খাস জমিন’ [বিপাশা কবির, সাইমন], ২০ অক্টোবর বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ [সুবর্ণা মুস্তাফা, রাইসুল আসাদ, নীলাঞ্জনা নীলা, আবু হুরাইরা তানভীর, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা] এবং ২৭ অক্টোবর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ [ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী]।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর