মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অবসকিওরের ‘স্টপ জেনোসাইড’

শোবিজ প্রতিবেদক

অবসকিওরের ‘স্টপ জেনোসাইড’

রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন একটি গান করলেন জনপ্রিয় ব্যান্ডদল অবসকিওর। ‘সীমান্তে ফের মানুষের ঢল নামছে/পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক/নাফ নদী জল পেরিয়ে আসতে হচ্ছে/ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক’ কথার এই গানটি থাকছে তাদের নতুন অ্যালবামে। গানটি লিখেছেন অমিত গোস্বামী। এ প্রসঙ্গে অবসকিওরের প্রধান ও কণ্ঠশিল্পী টিপু বলেন, ‘গানটি আমাদের সবার পছন্দ হলো। গানটি সুর করার পর আমাদের সবাই ভালো লেগেছে। ‘স্টপ জেনোসাইড’ গানটির লিরিক্যাল ভিডিও শনিবার অবসকিওরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অক্টোবর মাসে আসছে অবসকিওরের নতুন অ্যালবাম। আমরা পুরো অ্যালবাম অবসকিওরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি। এখানে থাকবে আটটি গান।’ অ্যালবামের নামের ব্যাপারে কিছু ভেবেছেন? টিপু বলেন, ‘সাধারণত পুরো অ্যালবামের কাজ শেষ হলে তবেই নাম চূড়ান্ত করা হয়। তবে এবার আমরা কাজের মাঝপথেই অ্যালবামের নাম চূড়ান্ত করেছি। ১২তম অ্যালবামের নাম ‘স্টপ জেনোসাইড’। গানটি সবার এতটাই পছন্দ হয়েছে যে, আমরা এই নামটা চূড়ান্ত করেছি। অ্যালবামের সপ্তম গান হবে এটি।’

সর্বশেষ খবর